চারদিকে তাকালেই শুধু ফেৎনা।
ফেতনাময় এই সময়। বিশেষত আমাদের যুব সমাজের জন্য এই সময়টি যেন ঈমান বাঁচানোই দায়। এই ঘোর ফেতনার সময়ে আমাদের করণীয় কি?
আমাদের এই সময়ের মতই কিছুটা ফেতনাময় সময়ে ছিল হযরত ইউসুফ আঃ। তিনি তখন কিভাবে নিজেকে আত্মরক্ষা করে ছিলেন, কিভাবে ফেতনাকে পাশ কাটিয়ে হয়ে ছিলেন মিশরের বাদশাহ। নিশ্চই আমাদের জন্য রয়েছে নবী ইউসুফ আ: এর মাঝে উত্তম শিক্ষা।
এরপর আমাদের মতই একঘোর অন্ধকার সময়ে এসেছিলেন আমাদের নবী মুহাম্মদ সঃ। তিনি এসে এই ধরাকে করে ছিলেন আলোকিত। তিনি রেখে গিয়েছেন তাঁর মায়ার উম্মতের জন্য পথ নির্দেশ। তিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে ঘোর অমানিশার মতো ফেতনা থেকে নিজেকে মুক্ত রাখা যায়।
তাই অবশ্যই নববী শিক্ষাতে আমাদের ফেৎনা থেকে বাঁচার একমাত্র পথ। আর এই দুজন নবীর শিক্ষা দিয়েই সাজানো আমাদের এবারের আয়োজন “ফিতনার যুগে নববী আদর্শ”
| Title | ফিতনার যুগে নববী আদর্শ | 
| Author | সালাহ উদ্দীন খান, Salahuddin Khan | 
| Publisher | হাসানাহ পাবলিকেশন | 
| ISBN | 9789849675617 | 
| Edition | 1st, Edition 2022 | 
| Number of Pages | 272 | 
| Country | Bangladesh | 
| Language | Bengali, | 
 
                                                     
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                     
                                                                                 
                                                            






0 Review(s) for ফিতনার যুগে নববী আদর্শ